সকল শিক্ষাবোর্ডের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় সমূহ থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতার বিষয়ে অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২১ সালের এস.এস.সি অথবা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমাদান প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
উপযুক্ত বিষয় ও সূত্র মােতাবেক জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারির কারণে ইতােমধ্যে ২০২১ সালের এস.এস.সি/সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে তা উল্লেখ করা আছে।
যেহেতু কোভিড পরিস্থিতির কারণে ২০২১ সালের এস.এস.সি/সমমান পরীক্ষার্থীদের শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু যেসব নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিক আছে সেসব নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিক খাতা (নােট বুক) জমা নেওয়ার জন্য সূত্রোক্ত পত্রে এনসিটিব থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এস.এস.সি/সমমানের পরীক্ষার্থীরা তার নৈর্বাচনি প্রত্যেক বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে উল্লিখিত ব্যবহারিকের যে কোন দু’টি ব্যবহারিক কার্যক্রমের খাতা (নােট বুক) তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিবে।
এমতাবস্থায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ডের নির্দেশনা অনুসারে এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

২০২১ সালে এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতার বিষয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে ৫ সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।
Leave a comment